Rules of Tag Question

 Rules of Tag Question

 Tag Question এর সংজ্ঞা---
কথোপকথনের সময় Sentence এর শেষে যে, একটি সমর্থন সূচক প্রশ্ন সংযোগ করা হয় তাকে Tag Question বলে। 
 
 
Rule:-01
সাহায্যকারী verb + Subject বসাতে হবে।
 
 Rule:-02
 Sentence টি হ্যাঁ বোধক হলে, না বোধক এবং না বোধক হলে হ্যাঁ বোধক করার সময় সাহায্যকারী verb সাথে n`t বসাতে হবে। 

Rule:-03
Let us/ let's থাকলে shall we হবে।

Rule:- 04
Sentece টি যদি Imperative হয় তাহলে Will you হবে।
 
Rule:- 05
Subject যদি some body/ someone/ everybody/ every one/ any one/ any body হয় তাহলে tag এ Subject "they" হয়।
 
Rule:- 06
Sentence টি তে যদি hardly/ barely/ rarely/ scareely/ seldom/ little/ few থাকে তাহলে tag এ হ্যাঁ বোধক হবে। 
 
Rule:- 07
 Let her/ him/ them/ me থাকে এবং place/ kindly থাকে তাহলে tag এ will you হয়।
 
Rule:- 08
Subject যদি বস্তুবাচক এবং ইতর বাচক হয় তাহলে tag এ it হয় । 
 
Rule:- 09
ইতর বাচক প্রাণী বহু বচন হলে Tag এ Subject "they" হয়।
 
Rule:-10
something/ anything/ everything/ nothing/ thing থাকলে Subject হিসেবে it হবে।
 
Rule:-11
 Subject এ Noun থাকলে tag এ Pronoun হবে।
 
Rule:-12
সাহায্যকারী verb "am" হলে tag এ arn't হয়।
 
Rule:-13
verb এর সাথে s/es থাকলে tag এ subject যদি they থাকে তাহলে সাহায্যকারী verb "do" হয়।
 
Rule:-14
Subject যদি all of us/ none of us/ some of us/ any of us/ many of us/ each of us/ every of us হয় tag এ subject হিসেবে "we" হয়।
 
Rule:-15
Subject যদি all of you/ none of you/ some of you/ any of you/ many of you/ each of you/ every of you হয় tag এ subject হিসেবে "you" হয়।
 
Rule:-16
Subject যদি all of them/ none of them/ some of them/ any of them/ many of them/ each of them/ every of them হয় tag এ subject হিসেবে "they" হয়।
 
Rule:-17
Tag Questions এ একাধিক sentence থাকলে উত্তর করার সময় মুল sentence টির Tag নির্ণয় করতে হয়। 


 
  • Tag Questions এ সাহায্যকারী verb এর ব্যাবহার


Do
don't
does doesn't
did didn't
am
aren't
is
isn't
are
aren't
havehaven't
has
hasn't
was
wasn't
 were
weren't
had
hadn't
can
can't
could
couldn't
will
won't
shall
shan't
would
wouldn't
should
shouldn't
ought to
oughtn't
must
mustn't
need
needn't
may
mayn't
might
mightn't



Some Example:-

I am a student................?
aren't I?
Let's go out,.............?
shall we?
Fishes Can swim,..............?
can't they?
None can do this, ............?
can they?
Don't hate the poor, ......?
will you?
Neither of them went,.....?
did they?




Written by 

Md. Motahar Ali

B.S.C Hon's (Economic)

No comments:

Recent Post

[Recent Jobs][stack]

Govt Jobs Circular

[Govt Jobs][grids]

Private Jobs Circular

[Private Jobs][btop]