Rules of Tag Question
Rules of Tag Question
Tag Question এর সংজ্ঞা---
কথোপকথনের সময় Sentence এর শেষে যে, একটি সমর্থন সূচক প্রশ্ন সংযোগ করা হয় তাকে Tag Question বলে।
Rule:-01
সাহায্যকারী verb + Subject বসাতে হবে।
Rule:-02
Sentence টি হ্যাঁ বোধক হলে, না বোধক এবং না বোধক হলে হ্যাঁ বোধক করার সময় সাহায্যকারী verb সাথে n`t বসাতে হবে।
Rule:-03
Let us/ let's থাকলে shall we হবে।
Rule:- 04
Sentece টি যদি Imperative হয় তাহলে Will you হবে।
Rule:- 05
Subject যদি some body/ someone/ everybody/ every one/ any one/ any body হয় তাহলে tag এ Subject "they" হয়।
Rule:- 06
Sentence টি তে যদি hardly/ barely/ rarely/ scareely/ seldom/ little/ few থাকে তাহলে tag এ হ্যাঁ বোধক হবে।
Rule:- 07
Let her/ him/ them/ me থাকে এবং place/ kindly থাকে তাহলে tag এ will you হয়।
Rule:- 08
Subject যদি বস্তুবাচক এবং ইতর বাচক হয় তাহলে tag এ it হয় ।
Rule:- 09
ইতর বাচক প্রাণী বহু বচন হলে Tag এ Subject "they" হয়।
Rule:-10
something/ anything/ everything/ nothing/ thing থাকলে Subject হিসেবে it হবে।
Rule:-11
Subject এ Noun থাকলে tag এ Pronoun হবে।
Rule:-12
সাহায্যকারী verb "am" হলে tag এ arn't হয়।
Rule:-13
verb এর সাথে s/es থাকলে tag এ subject যদি they থাকে তাহলে সাহায্যকারী verb "do" হয়।
Rule:-14
Subject যদি all of us/ none of us/ some of us/ any of us/ many of us/ each of us/ every of us হয় tag এ subject হিসেবে "we" হয়।
Rule:-15
Subject যদি all of you/ none of you/ some of you/ any of you/ many of you/ each of you/ every of you হয় tag এ subject হিসেবে "you" হয়।
Rule:-16
Subject যদি all of them/ none of them/ some of them/ any of them/ many of them/ each of them/ every of them হয় tag এ subject হিসেবে "they" হয়।
Rule:-17
Tag Questions এ একাধিক sentence থাকলে উত্তর করার সময় মুল sentence টির Tag নির্ণয় করতে হয়।
Tag Questions এ সাহায্যকারী verb এর ব্যাবহার
Do | don't |
does | doesn't |
did | didn't |
am | aren't |
is | isn't |
are | aren't |
have | haven't |
has | hasn't |
was | wasn't |
were | weren't |
had | hadn't |
can | can't |
could | couldn't |
will | won't |
shall | shan't |
would | wouldn't |
should | shouldn't |
ought to | oughtn't |
must | mustn't |
need | needn't |
may | mayn't |
might | mightn't |
Some Example:-
I am a student................? | aren't I? |
Let's go out,.............? | shall we? |
Fishes Can swim,..............? | can't they? |
None can do this, ............? | can they? |
Don't hate the poor, ......? | will you? |
Neither of them went,.....? | did they? |
Written by
Md. Motahar Ali
B.S.C Hon's (Economic)
No comments: